হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় খালে ভাসছিল কিশোরের মরদেহ 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টায় হৃদয় মিয়া ওরফে সেলিম (১৬) নামে এক কিশোরের মরদেহ খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার সাহতা ইউনিয়নের সাবানিয়াকান্দা গ্রামে নিজ বাড়ির পেছনের খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কিশোরের পরিবারের দাবি, সেলিম মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে আক্রান্ত ছিল। তার প্রতিবন্ধী কার্ডও রয়েছে। এর আগে গত রোববার দুপুর থেকে সে নিখোঁজ ছিল। সেলিম সাবানিয়াকান্দা গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সেলিম মাঝে মধ্যেই বাড়ি থেকে চলে যেত। কয়দিন পর কখনো নিজেই বাড়ি চলে আসত। কখনো পরিবারের লোকজন তাঁকে বাড়িতে নিয়ে আসত। গত রোববার দুপুর থেকে সেলিমকে খুঁজে পাচ্ছিল না পরিবার। পরে মঙ্গলবার দুপুর ১টার দিকে বাড়ির পেছনের খালে সেলিমের মরদেহ ভাসতে দেখে পরিবার। পরে মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়। বিকেলে পুলিশ গিয়ে মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে। 

পরিবারের ধারণা মৃগী রোগে আক্রান্ত হওয়ায় পানিতে পড়ে সেলিম মারা গেছে। তার কোনো শত্রু নেই। 

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক বলেন, মরদেহর গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মায়ের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 

ময়মনসিংহে নিহত দিপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন