হোম > সারা দেশ > নেত্রকোণা

মদনে অগ্নিকাণ্ডে ৬ দোকানঘর পুড়ে ছাই

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলায় অগ্নিকাণ্ডে ছয় দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার গভীর রাতে মদন পৌর সদরের দেওয়ান বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাজারের ছয় দোকান মালিকের প্রায় ২০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

স্থানীয় লোকজন ও মদন ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা গেছে, মদন পৌর সদরের দেওয়ার বাজারের ব্যবসায়ীরা দিন শেষে বাড়িতে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মদন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আশপাশের দোকানঘরের ৭০ লাখ টাকার মালামাল উদ্ধার করে। কিন্তু আলী আহম্মদ, আল আমিন, শাহজাহান, জাকির মিয়া, উজ্জল পাল ও মুখলেছ মিয়ার দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

মদন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সুজিত কুমার ঘোষ বলেন, অগ্নিকাণ্ডের এ ঘটনায় ৬ দোকান মালিকের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আশপাশের দোকানগুলো থেকে প্রায় ৭০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা