হোম > সারা দেশ > ময়মনসিংহ

গৌরীপুরে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৮৭

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুতের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশি গ্রামের সিরাজুল হকের স্ত্রী মোছা. রহিমা খাতুন বাদী হয়ে গৌরীপুর থানায় গতকাল বৃহস্পতিবার মামলাটি করেছেন।

মামলায় ২৭ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন মো. লাল মিয়া মণ্ডল, হৃদয় মিয়া, রাকিব, আশরাফুল ইসলাম, শিবুল মিয়া, রিয়াজ মিয়া, জুয়েল, আল মামুন রাজিব, কাউসার আহম্মেদ, মশিউর রহমান, কালা মিয়া, এনামুল হক মণ্ডল, শফিক মণ্ডল, কবির উদ্দিন, মইজুল মণ্ডল, রাফি উদ্দিন, নজরুল ইসলাম মণ্ডল, সজীব মণ্ডল, রুকন মণ্ডল, বাছির উদ্দিন, মাকছুল, ফরহাদ মণ্ডল, আবুল কালাম, আজিবুল মণ্ডল, দেলোয়ার হোসেন, মাকছুদুল ইসলাম, জামাল মিয়াসহ অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জন।

১৯ ফেব্রুয়ারি বিদ্যুতের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাজ্জাদুল হক নামের এক বৃদ্ধ নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ লোকজন পরে অভিযুক্তদের অর্ধশতাধিক বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করে। ঘটনার তিন দিন পর গত বুধবার ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঁইয়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, কোনো কারণেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে