শেরপুরের শ্রীবরদীতে আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আনোয়ার হোসেন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক চাউলিয়া গ্রামের আজাহার আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এলাকাবাসী, পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে আনোয়ার হোসেন তাঁর বাড়ির পাশে একটি গাছে আম পাড়ার জন্য ওঠেন। এ সময় হঠাৎ আমগাছের একটি ডাল পল্লী বিদ্যুতের একটি তারে লেগে যাওয়ায় আনোয়ার বিদ্যুতায়িত হয়ে আমগাছ থেকে মাটিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আবুল হাসেম বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।