হোম > সারা দেশ > নেত্রকোণা

কেন্দুয়ায় রাতের আঁধারে বিদ্যালয়ে চুরি

প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা) 

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মধ্যে নেত্রকোনার কেন্দুয়ায় একটি বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া একতা উচ্চবিদ্যালয়ে এই ঘটনা ঘটে। রোববার বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল কাদির বিষয়টি স্থানীয় থানা-পুলিশকে অবহিত করেন।

বিদ্যালয় সূত্র জানায়, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা রাতের আঁধারে ওই বিদ্যালয়ে অফিসকক্ষের তালা ভেঙে কক্ষটিতে ঢোকে। ওই সময় তাঁরা অফিসকক্ষের দুটি সিলিং ফ্যান এবং আলমারির তালা ভেঙে বিদ্যালয়ের আয়-ব্যয়ের কলামনামা ক্যাশবই এবং শিক্ষকদের ফাইল রেজিস্ট্রারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি চুরি করে নিয়ে যায়। পরে চুরির বিষয়টি জানাজানি হয়।

এর সত্যতা নিশ্চিত করে রোববার বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাদির জানান, ধারণা করা হচ্ছে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে কয়েক দিন আগেই রাতের আঁধারে এ চুরির ঘটনাটি ঘটেছে। এতে বিদ্যালয়ের অনেক বড় ক্ষতি হয়ে গেল। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে। 

এ ব্যাপারে কেন্দুয়া থানার কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) সহকারী উপপরিদর্শক হযরত আলী জানান, ঘটনাটি শুনেছি। তবে চুরির বিষয় হওয়ায় এ নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলার জন্য প্রধান শিক্ষককে পরামর্শ দেওয়া হয়েছে। 

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২