নান্দাইলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন আহম্মেদ (৩৫) নামে একজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরও তিনজন। নিহত সুমন আহম্মেদ গফরগাঁওয়ের বাঘরা গ্রামের সাইদুর রহমানের ছেলে। তিনি বেঙ্গল কোম্পানিতে চাকরি করতেন।
আহতরা হলো রাকিব (১৭), মুসা (১৮) ও রাব্বি (১৭)। তারা নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরবেলামারী এলাকার বাসিন্দা এবং গফরগাঁও সরকারি কলেজের ছাত্র।
বাকি আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় দুটি মোটরসাইকেলই দুমড়েমুচড়ে যায়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।