হোম > সারা দেশ > জামালপুর

ইসলামপুরে ইউপির সাবেক সদস্যসহ ৮ জুয়াড়ি গ্রেপ্তার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্যসহ আট ব্যক্তিকে জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসউদুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কান্দারচর আকন্দপাড়া এলাকা থেকে জুয়া খেলার আসর থেকে আট জুয়াড়িকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। এ সময় তাদের কাছে দুই হাজার টাকা জব্দ করা হয়েছে। জুয়াড়িদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’ 

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের কান্দারচর আকন্দপাড়া এলাকা থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কান্দারচর গ্রামের বাসিন্দা ও চরগোয়ালিনী ইউপির সাবেক সদস্য আসর আলী (৫৫), বকুল মিয়া (৩৫), জাহাঙ্গীর আলম (৩৮), ইউসুফ আলী (২২), নিলু মিয়া (৫০), জামিরুল ইসলাম (২৭), শাহীন (২৪) ও রিপন ফকির (৩৫)।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারকৃত জুয়াড়িরা কান্দারচর আকন্দ গ্রামে জুয়া খেলার আসর বসিয়ে ছিল। জুয়া খেলা বন্ধ করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা