হোম > সারা দেশ > নেত্রকোণা

নানাবাড়িতে কিশোরীর আত্মহত্যা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় তায়িবা নামে ১৫ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় কিশোরীর নানার বাড়ি, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাকড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। 

তায়িবা উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামের শামীমের মেয়ে। 

মৃত কিশোরীর পরিবার বলছে, তায়িবা দেড় মাস আগে নানার বাড়ি মাকড়াইল গ্রামে বেড়াতে যায়। শনিবার সে রোজা ছিল। ইফতারের আগে তার নানি তায়িবাকে ডাক দিলে তার কোনো সাড়াশব্দ পাওয়া যায় না। পরে তার নানি রান্নাঘরে গিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ সময় তিনি ডাক ও চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পরে রাতে পুলিশ ঘটনাস্থলে যায়। 

কিশোরীর মা রাজিয়া সুলতানা বলেন, ‘আমার মেয়ের অনেক দিন যাবৎ সারা মুখে ব্রণ। এ বিষয়টা নিয়ে আমার মেয়ে অনেক দুশ্চিন্তায় ছিল। অনেক ওষুধ লাগিয়েও তা ভালো হচ্ছিল না। ঢাকায় গিয়ে ডাক্তার দেখানোরও কথা ছিল। মেয়ের মুখের ব্রণ ভালো হচ্ছিল না, এই কারণেও আমার মেয়ে আত্মহত্যা করতে পারে।’ 

এ বিষয়ে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান বলেন, ‘পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই কিশোরীর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে