হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিরক্ত হয়ে শিশুকে আছাড়, ৭ দিন পর মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহে নান্দাইলে উপজেলায় প্রতিবেশী শাওন মিয়ার আছাড়ে ৭ দিন পর মৃত্যুর এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে নিহত শিশু মো. ইমরান হোসেনের (৯) মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বুধবার রাতে শিশুটি মারা যায়।

গত ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উপজেলার রাজগাতি ইউনিয়নের ভিলভাদেরা গ্রামে এ ঘটনা ঘটে। ইমরান হোসেন ওই গ্রামের সবুজ মিয়ার ছেলে। সে দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

ইমরানের চাচা লিটন মিয়া আজকের পত্রিকাকে জানান, গত ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বৃষ্টির মধ্যে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে ইমরান খেলা করছিল ৷ শিশুদের হই-হুল্লোড় চিৎকারে বিরক্ত হয়ে শাওন সবাইকে ধাওয়া দেয়। এতে সবাই পালিয়ে গেলেও ইমরানকে ধরে ফেলেন। রাগের মাথায় ইমরানকে মাথার ওপর থেকে আছাড় দেন। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। তারপরও শাওন লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন ইমরানকে।

লিটন মিয়া আরও জানান, ইমরানকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করালেও সুস্থ হয়ে ওঠেনি। গতকাল রাতে ইমরানের শারীরিক অবস্থা অবনতি হয়ে পড়ে। পরে তাকে নান্দাইল সদরে এক চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিতে পরামর্শ দেন। এরপর হাসপাতালে নেওয়ার পথে ইমরানের মৃত্যু হয়। 

গতকাল রাতেই ইমরানের মরদেহ নিয়ে তাঁর পরিবার নান্দাইল মডেল থানায় যায়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ। তিনি বলেন, ‘মৃত শিশুকে নিয়ে স্বজনেরা গভীর রাতে থানায় আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে অভিযুক্ত শাওন মিয়া পলাতক থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ৷ তাঁর বাবা শফিকুল মিয়া এ বিষয়ে কথা বলতে রাজি হননি ৷

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে