হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে এক কুকুরের কামড়ে আহত ৪০ 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে একটি কুকুর একে একে ৪০ জনকে কামড়িয়ে আহত করেছে বলে জানা গেছে। আহতেরা সকাল থেকে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন। সেই সঙ্গে এ কুকুর আতঙ্কে রয়েছে ওই এলাকার মানুষজন। 

আজ বুধবার সকালে ময়মনসিংহ মহানগরীর ৪ নম্বর ওয়ার্ডের গোহাইলকান্দি ও জামতলা মোড়ে কুকুরটি কমপক্ষে ৪০ জন নারী, পুরুষ ও শিশুকে কামড়ে আহত করে। এ ঘটনায় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

কুকুরের কামড়ে আহত শিউলী আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে জামতলা মোড়ে একটি কুকুর আমার পায়ে হঠাৎ করে কামড়ে ধরে। ডান পায়ের হাঁটুর নিচের অংশের মাংস ছিঁড়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে এসকে হাসপাতালে নিয়ে আসে। পায়ে খুব ব্যথা করছে। হাসপাতালে এসে দেখি কুকুরটি আরও অনেককেই কামড় দিয়েছে।’

 
গোহাইলকান্দি খন্দকার বাড়ির শাহনাজ বেগম নামে আহত আরও একজন বলেন, ‘সকালে বাড়ি থেকে বের হয়ে স্কুলের সামনে দাঁড়াইছি তখন একটি কুকুর এসে আমাকে কামড় দেয়। ওই সময় আরও কমপক্ষে ২০ জনকে কামড়িয়ে আহত করে। পায়ে কামড় দিয়েই আরেকজনকে কামড় দেয়। পরে লোকজন আমাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।’ 

শফিকুল ইসলাম নামে আহত আরও একজন বলেন, ‘পাগলা কুকুরটি আমাদের এলাকার বেশ কয়েকজন মানুষকে কামড় দিয়ে আহত করেছে। এটির জন্য এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। ঘর থেকে খুব একটা মানুষ বের হচ্ছে না কেউ। আমি দৌড়ে পালাতে গিয়েও ওর কামড় থেকে রেহাই পায়নি। প্রয়োজনীয় উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।’ 

এ বিষয়ে এসকে (সূর্য কান্ত) হাসপাতালের মেডিকেল অফিসার প্রজ্ঞানন্দ নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) সকালে গোইলকান্দি ও জামতলা মোড় থেকে কুকুরের কামড়ে ৪০ জন আহত হয়ে চিকিৎসা সেবা নিয়েছে। সম্প্রতি কুকুরের উপদ্রব বেড়েছে। তাই প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন কুকুর, বিড়াল এবং শেয়ালের কামড়ে আক্রান্ত হয়ে সেবা নিচ্ছে। কুকুরের কামড়ে মৃত্যুর ঝুঁকি রয়েছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাৎক্ষণিকভাবে আক্রান্ত স্থান কাপড় ধোয়ার সাবান দিয়ে ধুয়ে হাসপাতালে যোগাযোগ করতে হবে।’ 

কুকুরের উপদ্রব কমাতে নানা উদ্যোগের কথা জানিয়ে সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু আজকের পত্রিকাকে বলেন, ‘কুকুর নিধনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তবে সম্প্রতি কুকুরের উপদ্রব বেড়েছে। কুকুরের সংখ্যা কমানোর জন্য অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা