হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে গাড়িচালক নিহত, দগ্ধ ৭

ময়মনসিংহ, প্রতিনিধি

ফায়ার সার্ভিসের সদস্যরা ফিলিং স্টেশনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে একটি ফিলিং স্টেশনে আগুন লেগে একজন নিহত হয়েছেন। এছাড়া দগ্ধ হয়েছেন আরও ৭ জন।

ফিলিং স্টেশনে পুড়ে যাওয়া প্রাইভেটকার। ছবি: আজকের পত্রিকা

আজ সোমবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে নগরীর রহমনপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার সিএনজি ও পেট্রোলিয়াম ফিলিং অ্যান্ড কনভারসন সেন্টারে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, দ্বগ্ধ ৭ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে হয়েছে। অগ্নিকাণ্ডে হিমেল নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। তবে, নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।

সিএনজি ও পেট্রোলিয়াম ফিলিং অ্যান্ড কনভারসন সেন্টারে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মোজাম্মেল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, গ্যাসবাহী একটি ট্যাংক লড়ি থেকে স্টেশনে গ্যাস আনলোড করার সময় এ ঘটনা ঘটে। কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পাম্পটির পুরো যন্ত্রাংশ পুড়ে যাওয়ার পাশাপাশি তিনটি দোকান, একটি প্রাইভেটকার, তিনটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে ছাই হয়েছে।

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন