হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে গাড়িচালক নিহত, দগ্ধ ৭

ময়মনসিংহ, প্রতিনিধি

ফায়ার সার্ভিসের সদস্যরা ফিলিং স্টেশনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে একটি ফিলিং স্টেশনে আগুন লেগে একজন নিহত হয়েছেন। এছাড়া দগ্ধ হয়েছেন আরও ৭ জন।

ফিলিং স্টেশনে পুড়ে যাওয়া প্রাইভেটকার। ছবি: আজকের পত্রিকা

আজ সোমবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে নগরীর রহমনপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার সিএনজি ও পেট্রোলিয়াম ফিলিং অ্যান্ড কনভারসন সেন্টারে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, দ্বগ্ধ ৭ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে হয়েছে। অগ্নিকাণ্ডে হিমেল নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। তবে, নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।

সিএনজি ও পেট্রোলিয়াম ফিলিং অ্যান্ড কনভারসন সেন্টারে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মোজাম্মেল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, গ্যাসবাহী একটি ট্যাংক লড়ি থেকে স্টেশনে গ্যাস আনলোড করার সময় এ ঘটনা ঘটে। কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পাম্পটির পুরো যন্ত্রাংশ পুড়ে যাওয়ার পাশাপাশি তিনটি দোকান, একটি প্রাইভেটকার, তিনটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে ছাই হয়েছে।

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০