ময়মনসিংহের ফুলপুরে ফিসারিতে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. আলমগীর আলম (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার বেলটিয়া বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত যুবক বেলটিয়া গ্রামের আব্দুস সালামের বড় ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর বাড়ির সামনে রবিন মিয়ার ফিসারিতে মই দিয়ে কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে গেলে বিদ্যুতায়িত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।