শেরপুরের নালিতাবাড়ীতে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাসুদ (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নন্নী মাঠখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মাসুদ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের কাটাখালী এলাকার শফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত অন্য দুই যুবক একই গ্রামের আব্দুল হালিমের ছেলে আকাব্বর আলী (২২) ও নন্নী পূর্বপাড়া গ্রামের শামছুল হকের ছেলে ইউনুছ আলী (২২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে মাসুদ দুই বন্ধু আকাব্বর ও ইউনুছকে নিয়ে মোটরসাইকেলে চেপে নন্নী থেকে পার্শ্ববর্তী তিনানী এলাকায় যাচ্ছিলেন। নন্নী মাঠখোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তিনজনই গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে আহতদের শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। রাতেই আহত অপর দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় নিহত মাসুদের চাচা আলামিন বাদী হয়ে অজ্ঞাতনামাদের বাদী করে আজ বৃহস্পতিবার দুপুরে মামলা করেছেন। আহত অন্য দুই যুবক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।