হোম > সারা দেশ > ময়মনসিংহ

আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে কিশোরী ফুটবলার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সাবেক ছাত্রলীগ নেতা ওয়াহিদুল আলম ফকির ফয়সালের ফাঁসির দাবি ও তাঁর দুই সহযোগী আল-আমিন এবং অজ্ঞাতজনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল সরকারি শহীদ স্মৃতি কলেজের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করেন উপজেলার স্কুল–কলেজের শিক্ষার্থীরা। 

মানববন্ধনে বক্তারা অবিলম্বে অভিযুক্ত ফয়সালের ফাঁসিসহ অন্য আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় তারা সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী শান্তা ইসলাম, সাথী আক্তার, সায়মন আহম্মেদ, মদিনা আক্তার এবং আল-আমিন রাসেলসহ আরও শিক্ষার্থীরা। 

উল্লেখ্য, গত ২২ এপ্রিল নান্দাইল সরকারি শহীদ স্মৃতি কলেজের পেছনে ডেকে নিয়ে ফুটবলার কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ফয়সাল ফকিরের বিরুদ্ধে। এ ঘটনায় আলামিন নামের এক যুবক ও অজ্ঞাত একজনের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ ওঠে। এ ঘটনার পরদিন ২৩ এপ্রিল ভুক্তভোগী কিশোরী নিজে বাদী হয়ে ওয়াহিদুল আলম ফয়সাল ফকির ও তাঁর দুই সহযোগীকে অভিযুক্ত করে ধর্ষণের অভিযোগ করেন। তবে, ওই কিশোরী ফুটবলারের অভিযোগ ২৫ এপ্রিল পুলিশ ধর্ষণ মামলা রুজু না করে ধর্ষণ চেষ্টার মামলা রুজু করে। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে ২৭ এপ্রিল ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মামলাটি সংশোধন করে ধর্ষণ মামলা নেয় পুলিশ। নান্দাইল থানা থেকে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার ফয়সালকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়। 

 এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, ‘মামলাটি গুরুত্ব সহকারে আমরা নিয়েছি। আল-আমিনসহ অজ্ঞাত আসামিকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে ডিবির একটি টিম মাঠে কাজ করছে। আশা করছি অচিরেই তারা গ্রেপ্তার হবে।’ 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে