নান্দাইল (ময়মনসিংহ): অর্থ প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে নান্দাইল মডেল থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম উপজেলার মুসল্লি ইউনিয়নের লতি বপুর গ্রামের গোমেজ আলীর পুত্র। অর্থ প্রতারণার মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত রফিকুল ইসলাম।
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, রফিকুল ইসলাম চার বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। ফের নিজের রাইটস মিল দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ ধার নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।