ময়মনসিংহে শিক্ষার্থী মুক্তি রানী বর্মণ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
‘ময়মনসিংহের সর্বস্তরের জনতা’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা জনউদ্যোগের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, কবি ইয়াজদানী কোরায়শী, ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আল আজাদ, অ্যাডভোকেট হাদিউজ্জান খুররম, শিক্ষক ছৈয়দ রায়হান উদ্দিন, অধ্যক্ষ নুরজাহান পারভীন, শিল্পী মো. রাজন, কবি আরাফাত রিলকে প্রমুখ।
বক্তারা বলেন, ‘আমাদের সমাজ থেকে এখন সুশাসন একেবারেই উঠে গেছে। যে কারণে ধর্ষণসহ খুনখারাবি বাড়ছে। এসব করেও আসামিরা আইনের ফাঁকফোকর গলে বেরিয়ে গিয়ে আবারও অপরাধে জড়াচ্ছে। বখাটে কাউসারের কারণে একটি পরিবার ধ্বংস হয়ে গেছে। কাউসার গ্রেপ্তার হলেও আমরা সঠিক বিচার নিয়ে শঙ্কিত।’
গত মঙ্গলবার নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নিখিল চন্দ্র বর্মণের মেয়ে মুক্তি রানী বর্মণ এসএসসি পরীক্ষা শেষ করে বাড়ি ফেরছিল। এ সময় প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে বখাটে কাউসার তাকে কুপিয়ে হত্যা করে।