হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রীর গোপন ভিডিও ভাইরাল: ময়মনসিংহ যুব মহিলা লীগের কমিটি বিলুপ্ত

ময়মনসিংহ প্রতিনিধি

এক নেত্রীর গোপন ভিডিও ভাইরাল হওয়ার পর ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ মে) কেন্দ্রীয় কমিটির সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি স্বাক্ষরিত দুই লাইনের এক বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো। 

এর আগে গত ২ মে ঈশ্বরগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এবং জেলা যুব মহিলা লীগের সদস্য রানী মালার গোপন ভিডিও ভাইরাল করার ঘটনায় ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক স্বপ্না খন্দকারকে প্রধানসহ মোট ছয়জনকে আসামি করা হয়। আদালত পুলিশকে বাদীর অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ করে তদন্তের আদেশ দেন। এ নিয়ে সংগঠনটির ভেতরে-বাইরে তোলপাড় সৃষ্টি হয়। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, মামলার তদন্তকাজ চলছে। আসামি গ্রেপ্তার মামলা তদন্তের একটি ধাপ, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে গোপন ভিডিও ভাইরাল করার ঘটনায় গত ৬ মে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী রানী মালা জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক স্বপ্না খন্দকারকে দায়ী করেন। 

সংবাদ সম্মেলনে রানী ইসলাম বলেন, ‘আমার মতো অনেক নারী স্বপ্না খন্দকারের ষড়যন্ত্র ও প্রতারণার শিকার। কিন্তু ভয়ে কেউ স্বপ্নার বিরুদ্ধে মুখ খুলতে চায় না। রাজনীতির আড়ালে এ ধরনের অপরাধের মাধ্যমে বিভিন্ন লোককে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়াই স্বপ্না খন্দকারের পেশা ও নেশা। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

তবে ঘটনার বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক স্বপ্না খন্দকারের বক্তব্য জানা যায়নি।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা