হোম > সারা দেশ > ময়মনসিংহ

৩ বছর পর হালুয়াঘাট ও ধোবাউড়া বিএনপির কমিটি ঘোষণা

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা বিএনপির কমিটি বিলুপ্তির তিন বছর পর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া প্রথমবারের মতো ঘোষণা করা হয়েছে হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক কমিটি।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম এনায়েত উল্লাহ কালাম এবং যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের স্বাক্ষরে গতকাল বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটি প্রকাশের পর আনন্দ মিছিল করেন উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, হালুয়াঘাট উপজেলা বিএনপির ১১৭ সদস্যের আহ্বায়ক কমিটিতে মো. আসলাম মিয়া বাবুলকে আহ্বায়ক ও আবুল হাসনাত বদরুল কবিরকে সদস্যসচিব করা হয়েছে। সেই সঙ্গে মো. আরফান আলী, সালমান ওমর রুবেল, আমজাদ আলী, মো. আলী আশরাফ, মো. কাজীম উদ্দিন, মো. আবদুল হাই, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান, শফিকুর রহমান, সাবজাল হোসেন খান, মোনায়েম হোসেন খান, খোকন তালুকদার, মোজাম্মেল হক খান, আজিজুল আহসান ও সাজ্জাদ হোসেন খান হিরাকে যুগ্ম আহ্বায়ক এবং ১০১ জনকে সদস্য করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আহ্বায়ক আসলাম মিয়া বলেন, ‘আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব। সবার কাছে দোয়া চাই।’

এদিকে হালুয়াঘাট পৌর বিএনপির ৯৪ সদস্যের আহ্বায়ক কমিটিতে হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ আহ্বায়ক এবং মো. আবদুল আজিজ খান সদস্যসচিবের পদ পেয়েছেন। আর মো. আলমগীর কবির বিপ্লব, মো. সুলতান মহিউদ্দিন, মো. হাবিবুর রহমান, মো. হুমায়ুন কবির, ইসাক আলী, ইমাম উদ্দিন আহমেদ ইমাম, মনিরুজ্জামান স্বাধীন, শামছুল আলম সামস, মো. সিদ্দিক হোসেন মোল্লা, হামিদুর রহমান, তাজিকুল ইসলাম, আনোয়ার হোসেন, আবুল কাশেম, মোকলেছুর রহমান, দেলোয়ার হোসেন বিপ্লব, মোল্লা মো. আলী সাবরী মনি, মো. মশিউর রহমান ও নূরে আক্তার হোসেন যুগ্ম আহ্বায়ক এবং ৭৪ জন সদস্য হয়েছেন।

এ ছাড়া ১০১ সদস্যের ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে জি এম আজাহারুল ইসলাম কাজল আহ্বায়ক ও আনিসুর রহমান মানিক সদস্যসচিব হয়েছেন। পাশাপাশি মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, হাবিবুর রহমান হাবিব, মো. মাহাবুবল আলম বাবুল, আ. ওয়াহেদ তালুকদার, মো. কসিম বিশ্বাস, আব্দুল কদ্দুস, আবুল হাসিম, নজরুল ইসলাম দুলাল, মো. গাজীউর রহমান, হুমায়ুন কবির সরকার, জাকিরুল ইসলাম টুটুন, সোলায়মান সরকার, আ. মমিন শাহীন, আবদুল শহীদ মিয়া, মঞ্জুরুল হক মঞ্জু ও মেজবা উদ্দিন সরকার মামুনকে যুগ্ম আহ্বায়ক এবং ৮২ জনকে সদস্য করা হয়েছে।

এ বিষয়ে সদস্যসচিব আনিছুর বলেন, ‘আমাদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তা জাতীয় সংসদ নির্বাচনের আগেই কাটিয়ে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করায় আমাদের মুখ্য উদ্দেশ্য।’

সার্বিক বিষয়ে যোগাযোগ করা হলে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার জানান, তাঁদের মোট ১২টি ইউনিট রয়েছে। গৌরীপুর ব্যতীত সব ইউনিটে কমিটি দিয়েছেন। এতে নেতা-কর্মীদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। বাকি দুটি ইউনিটে দ্রুত সময়ের মধ্যে কমিটি দেওয়া হবে।

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা