হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. আলামিন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার মধ্যরাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলার ফুলপুর উপজেলার আরাটন কানপাড়া এলাকার বাসিন্দা। আজ সোমবার (৬ মার্চ) দুপুরে র‍্যাবের ময়মনসিংহ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। 

এ নিয়ে ময়মনসিংহ র‍্যাব-১৪-এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ‘গত ১ মার্চ দুপুরে ওই শিশু বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় মোবাইলে ছবি দেখানোর প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন আলামিন। এরপর মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে বাড়িতে পাঠিয়ে দেন তিনি। শিশুটি বাড়ি গিয়ে কান্নাকাটি করে বাবাকে বিষয়টি জানায়। এ ঘটনায় গত ৩ মার্চ শিশুটির বাবা বাদী হয়ে আলামিনকে আসামি করে ফুলপুর থানায় মামলা করেন। আলামিনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ নিয়ে জানতে চাইলে শিশুটির বাবা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে যে অন্যায় হয়েছে, তার বিচার চাই। মেয়েটি এখনো ভয়ে আঁতকে ওঠে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০