হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইটভাটা থেকে শিকলে বাঁধা শ্রমিক উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইটভাটা থেকে সবুজ আলী (৩৬) নামের এক শ্রমিককে শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে নির্যাতনের শিকার ওই শ্রমিককে শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় ইটভাটার মালিক মো. খাইরুল আলম রাসেল (৪২) এবং ম্যানেজার মো. আসাদ মিয়াকে (৭০) গ্রেপ্তারের পর আজ শনিবার তাঁদের আদালতে পাঠানো হয়। 

নির্যাতনের শিকার সবুজ আলী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সাম্ভান গ্রামের মো. আবজালের ছেলে। তিনি উপজেলার তরফ পাচাইল গ্রামে অবস্থিত এজিবি ব্রিকস ইটভাটার শ্রমিক। 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দুই মাস আগে নাটোরের হালশা এলাকার ইটভাটার সর্দার আনসার আলী ঈশ্বরগঞ্জ উপজেলার এজিবি ব্রিকস ইট ভাটার মালিকের কাছ থেকে অগ্রিম ৩ লাখ টাকা নিয়ে সবুজ আলীসহ মোট ১৮ জন শ্রমিক দেন। পরে তিনি লাপাত্তা হয়ে গেলে অন্য শ্রমিকেরা বিষয়টি বুঝতে পেরে তাঁরাও চলে যায়। থেকে যায় সবুজ আলী। 

এ অবস্থায় পারিশ্রমিক না পেয়ে সবুজ আলী চলে যেতে চাইলে ইটভাটার মালিক ও ম্যানেজার বিষয়টি টের পান। এ অবস্থায় গত ৫ ফেব্রুয়ারি থেকে সবুজকে পায়ে লোহার শিকল পড়িয়ে কাজ করানো শুরু করেন। দিনভর তাঁকে কাজ করিয়ে রাতে মালিকের কক্ষে একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা হতো। এ ঘটনা জানতে পেরে সবুজের বাবা আবজাল হোসেন থানায় লিখিত অভিযোগ দেন। 

এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ আহম্মেদ বলেন, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে