হোম > সারা দেশ > ময়মনসিংহ

গ্যাসের চাপ কমে যাওয়ায় যমুনায় সার উৎপাদন বন্ধ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

গ্যাস সংকটে জামালপুরের সরিষাবাড়ী যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার চাহিদামাফিক গ্যাসের চাপ না থাকায় সার (ইউরিয়া ও অ্যামোনিয়া) উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। তবে, কারখানার নিজস্ব ও আমদানি করা সারের মজুত থাকায় সার সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানান কারখানা কর্তৃপক্ষ।

বিসিআইসির প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় পূর্ণমাত্রায় ইউরিয়া সার উৎপাদন করতে প্রতিদিন ৪০ থেকে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়।

এ বিষয়ে কথা বলতে তারাকান্দি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কার্যালয়ের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। ওই কার্যালয়ের টেকনিশিয়ান নুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন গ্যাসের চাপ কম থাকায় যমুনা সার কারখানায় প্রয়োজন মাফিক গ্যাস সরবরাহ দেওয়া যাচ্ছে না। গ্যাসের চাপ বৃদ্ধি পেলে তখন সরবরাহ বাড়বে হবে বলে জানান তিনি।

উপজেলার তারাকান্দিতে ১৯৯০ সালে কেপিআই-১ মানসম্পন্ন যমুনা সার কারখানাটি শুরুতে দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার ৭০০ মেট্রিক টন। গ্যাস সংকট আর যান্ত্রিক দুর্বলতায় বর্তমানে তা ১ হাজার ৩০০ মেট্রিক টনে নেমে এসেছে। বাৎসরিক ৩ লাখ ৩০ হাজার মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারিত থাকলেও নানা সংকটের কারণে তা অর্জনে শঙ্কা রয়েছে।

এ বিষয়ে যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, যমুনায় চাহিদা মাফিক গ্যাস সরবরাহ না থাকায় আজ মঙ্গলবার সকাল থেকে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সারের পর্যাপ্ত মজুত থাকায় সংকটের কোনো আশঙ্কা নেই।

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক