ময়মনসিংহে এক কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জেলার ত্রিশালের রায়ের গ্রাম চৌরাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার গফরগাঁও উপজেলার মৃত আব্দুল কদ্দুছের ছেলে মো. ইমরান (৩০), মো. সিরাজুল ইসলামের ছেলে মো. মোশারফ হোসেন ওরফর বাবু (২০) এবং ত্রিশালের মৃত আব্দুর রশিদের ছেলে মো. আলমগীর (৩০)।
জেলা গোয়েন্দা শাখার ওসি সফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।