হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইল বিটিসিএল কার্যালয় ইট-বালু ব্যবসায়ীদের দখলে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

কার্যালয়ের সামনে রাখা হয়েছে ইট, বালু ও খোয়া। আঙিনাজুড়ে এসব নির্মাণসামগ্রী রেখে দখলে নিয়েছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় অরক্ষিত পড়ে রয়েছে ভবন আর আঙিনা। শ্রমিককেরা বলছেন, ইটের খোয়া ভেঙে এক পাশে স্তূপ করে রাখেন তাঁরা। পরে ওখান থেকে অনেকেই নির্মাণসামগ্রী কিনে নিয়ে যান। তবে ব্যবসায়ীদের নাম প্রকাশ করেননি কেউ।

গত ছয় মাস ধরে এ চিত্র ময়মনসিংহের নান্দাইল উপজেলা বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কার্যালয়ের।

এদিকে নান্দাইলে বিটিসিএলের কতটি সংযোগ রয়েছে এ সম্পর্কে তথ্য জানেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।

২০০১ সালে বিটিসিএল কার্যালয়ে একটি ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ স্থাপন করা হয়েছিল। এই এক্সচেঞ্জের আওতায় এক সময় নান্দাইল পুরোনো বাজার ও নতুন বাজারে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে শতাধিক টেলিফোন সংযোগ দেওয়া হয়েছিল।

আজ বুধবার সকালে বিটিসিএল কার্যালয়ে গিয়ে দেখা যায়, কার্যালয়ের কেচি গেটে তালা ঝোলানো। তারপাশে ইটের খোয়া ভেঙে স্তূপ করে রাখছেন শ্রমিকেরা।

সেখানে ইটের খোয়া ভাঙার জন্য দু-তিন দিন পরপর মেশিন আনা হয়। ইটের খোয়া ভেঙে শ্রমিকেরা এক পাশে স্তূপ করে রাখেন। আর বিটিসিএলের কার্যালয়ের ওই প্রাঙ্গণ থেকে অনেকেই নির্মাণসামগ্রী কিনে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা শাহজাহান মিয়া জানান, বিটিসিএল কার্যালয়ের সামনে গত ছয় মাস ধরে কিছু ব্যবসায়ীরা দখল করে ইট বালুর ব্যবসা করছেন। এর আগে মহাসড়কের পাশে ব্যবসা করতেন। তবে কর্তৃপক্ষ নজর না থাকার সুযোগে ব্যবসায়ীরা বর্তমানে অফিসের পুরো মাঠে ইট, বালু দিয়ে দখল করে রেখেছেন। তবে কারা করছেন তাঁদের নাম প্রকাশ করতে চাননি তিনি।

ইট ভাঙার কাজে নিয়োজিত শ্রমিক আবুল কালাম বলেন, ‘আমরা কিশোরগঞ্জ থেকে এসেছি। ইট ভেঙে আবার চলে যাই। তবে ব্যবসায়ী কারা তা জানি না।’

গ্রাহক মো. তরিকুল ইসলাম জানান, এক সময় টেলিফোনের সংযোগ পেতে অনেকেই এই কার্যালয়টিতে ঘোরাঘুরি করতে হয়েছে। বর্তমানে এর ব্যবহার কমে যাওয়াতে তেমনটা কাজে আসে না। তা ছাড়া মোবাইল ইন্টারনেটের মাধ্যমে সবকিছু করা যায়।

ময়মনসিংহ টেলিকমের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. হানিফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ইট ভাঙার কাজ হচ্ছে এ বিষয়টি জানি না। এমনটা হলে নান্দাইল উপজেলা প্রশাসনকে জানিয়ে উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে।’

নান্দাইলে কতগুলো টেলিফোন সংযোগ চালু রয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সে হিসাব আমার কাছে নেই। তবে সরকারি কিছু অফিসের সংযোগ চালু আছে।’

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক

পদোন্নতির ডাক পেলেন শেখ হাসিনার সাজা প্রত্যাখ্যান করা শিক্ষক মাসুদ রানা