হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে সাবেক ইউপি সদস্য খুন, বাবা-ছেলে গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। আজ রোববার ভোরে কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন উপজেলার বেলতৈল গ্রামের বাসিন্দা মো. আব্দুস সাত্তার (৭০) ও তাঁর ছেলে আব্দুল মমিন (১৯)।

আজ রোববার দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪-এর সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে র‍্যাব-১৪-এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, উপজেলার বেলতৈল গ্রামের সাবেক ইউপি সদস্য আবু সাইদ ও একই এলাকার মো. আব্দুস সাত্তারের মধ্যে দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে বিবাদ চলছিল। ঘটনার দিন গত ২২ ফেব্রুয়ারি বিকেলে আবু সাইদ বনগ্রাম চৌরাস্তা বাজারে ওষুধ কিনতে যান। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি বাড়ি ফেরেননি।

আনোয়ার হোসেন বলেন, পরে তাঁর ছেলেরা খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে প্রতিবেশী সাত্তার নামের একজনের ধানখেতের পাশ দিয়ে যাওয়ার সময় আবু সাইদের নম্বরে ফোন করলে পাশেই মোবাইল ফোন বেজে ওঠে। সেখানে খোঁজাখুঁজি করে ধানখেতের ড্রেনে অর্ধেক মাটিতে পুঁতে রাখা অবস্থায় সাইদকে দেখতে পান স্বজনেরা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, এই ঘটনার পরদিন নিহতের ছেলে বাদী হয়ে নান্দাইল মডেল থানায় হত্যা মামলা করেন। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সংশ্লিষ্ট থানায় তাঁদের হস্তান্তর করা হয়েছে।

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’