হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ 

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে বজ্রপাতে বিপুল শেখ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের বাদেশশারিয়াবাড়ী গুজিমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিপুল ওই গ্রামের মেজ্জাত শেখের ছেলে।

স্থানীয়রা জানান, গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে বিপুল মিয়া জাল নিয়ে বিলে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এদিকে একই সময় পৃথক আরেকটি বজ্রপাতের ঘটনায় উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের বালুগ্রামে বিজয় (১৭) ও রবিন (১২) নামের দুই বালক গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। বিজয় চুকাইবাড়ী ইউনিয়নের বালুগ্রামের রহমত আলীর ছেলে ও রবিন একই গ্রামের আনছার আলীর ছেলে। 

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. বিপুল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বজ্রপাতে বিপুল নামের একজনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে গুরুতর আহত অবস্থায় আরও দুজন হাসপাতালে এলে তাদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’ 

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি

ময়মনসিংহে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১