হোম > সারা দেশ > ময়মনসিংহ

শেরপুরে কৃষক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

শেরপুর প্রতিনিধি

শেরপুরে কৃষক আব্দুস ছোবহান হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ একমাত্র আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

দণ্ড পাওয়া আসামির নাম মো. স্বর্ণবালী (৪৩)। তিনি জেলার নকলা উপজেলার বাউশা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। একই সঙ্গে রায়ে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। 

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) চন্দন কুমার পাল। তিনি জানান, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি ভোরে নকলা উপজেলার বাউশা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে খুন হন কৃষক আব্দুস ছোবহান। একই দিন ওই ঘটনায় ছোবহানের স্ত্রী মাজেদা খাতুন বাদী হয়ে চারজনকে আসামি করে নকলা থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর আসামি স্বর্ণবালী গ্রেপ্তার হলে তিনি একাই ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

পিপি চন্দন কুমার বলেন, ‘তদন্ত শেষে ২০১৫ সালের ৫ আগস্ট স্বর্ণবালীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন নকলা থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম। ১১ জনের সাক্ষ্য নেওয়া শেষে আজ মঙ্গলবার এই রায় দেন আদালত।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে