হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই আলেমের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় মিনি ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে ড্রাম ট্রাক আরোহী হাফেজ মাওলানা মুফতি আব্দুস সাত্তার (২৮) ও মাওলানা মুফতি সাজ্জাদ হোসাইন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা শিল্প পুলিশ লাইনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুফতি আব্দুস সাত্তার ময়মনসিংহের ফুলপুর উপজেলার বেরুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে এবং মুফতি সাজ্জাদ হোসাইন নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও রত্নপুর গ্রামের আলাল উদ্দিনের ছেলে। তাঁদের একজন কাঁচামালের ব্যবসা করতেন, অন্যজন হাসপাতালের ক্যানটিন চালাতেন।

ফায়ার সার্ভিস ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোর ৪টার দিকে মুফতি আব্দুস সাত্তার ও মুফতি সাজ্জাদ হোসাইন ঢাকা থেকে কাঁচামাল কিনে মিনি ট্রাক বোঝাই করে ময়মনসিংহে যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা শিল্প পুলিশ লাইনের সামনে পৌঁছালে মিনি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা খায়। তাতে মিনি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। 

এ সময় চালকের পাশে বসে থাকা আব্দুস সাত্তার ও সাজ্জাদ হোসাইন ঘটনাস্থলেই মারা যান। আব্দুস সাত্তার ময়মনসিংহের চড়পাড়া মোড়ে কাঁচামালের ব্যবসা করতেন এবং সাজ্জাদ হোসাইন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানটিন চালাতেন।

ভালুকা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করি। লাশ দুটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ভরাডোবা হাইওয়ে পুলিশ পরিদর্শক রিয়াদ মাহমুদ বলেন, দুর্ঘটনায় নিহত মুফতি আব্দুস সাত্তার ও মুফতি সাজ্জাদ হোসাইনের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা