হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে প্রাইভেট কারের চাপায় মাদ্রাসার মুহতামিম নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া প্রাইভেটকার। নিহত মাহমুদুল হাসান মামুন ইনসেটে। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইলে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মাহমুদুল হাসান মামুন (৩২) নামে এক মাদ্রাসা মুহতামিমকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কানুরামপুর–ত্রিশাল আঞ্চলিক সড়কের চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান মামুন ওই গ্রামের মো. হাই মদ্দীনের ছেলে। তিনি স্থানীয় মারকাজুল সুন্নাহ্ মাদ্রাসার মুহতামিম ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসার পাশে কাজ করছিলেন মামুন। এ সময় ত্রিশাল থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কঘেঁষা মাঠে উল্টে যায় এবং মামুনকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ সময় উত্তেজিত জনতা চালককে আটক করে পুলিশে খবর দেয়। পরে নান্দাইল মডেল থানা পুলিশ চালককে আটক ও গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী তানজির আহমেদ বলেন, ‘নিহত মামুন মাদ্রাসার পাশে কাজ করছিলেন। হঠাৎ প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর ওপর পড়ে যায়।’

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কারের চাপায় একজন নিহত হয়েছেন। চালককে আটক করে থানায় আনা হয়েছে।’

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার