হোম > সারা দেশ > নেত্রকোণা

রাজধানীতে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় নেত্রকোনা থেকে যুবক গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

রাজধানীতে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় নেত্রকোনা থেকে গ্রেপ্তার মো. রায়হান মিয়া। ছবি: সংগৃহীত

রাজধানীতে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় হওয়া মামলায় এক যুবককে নেত্রকোনার কেন্দুয়া থেকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তার যুবকের নাম মো. রায়হান মিয়া (২২)। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে কেন্দুয়া উপজেলার পশ্চিম সাউথপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রায়হান মিয়া কিশোরগঞ্জ জেলার তারাইল থানার দক্ষিণ খালপাড়া গ্রামের জালাল মিয়ার ছেলে।

মদন সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইমামুন নূর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানীর কাফরুল থানায় সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করে কিছু দুর্বৃত্ত। এ ঘটনায় কাফরুল থানায় মামলা করা হয়। ওই মামলার পলাতক আসামি রায়হান মিয়াকে শনিবার দিবাগত রাত ১২টার দিকে জেলার কেন্দুয়া থেকে গ্রেপ্তার করা হয়।

ক্যাপ্টেন ইমামুন নূর বলেন, পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও সরকারি সম্পদ বিনষ্টকারী এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে