হোম > সারা দেশ > নেত্রকোণা

মদনে শ্রমিক নেতার হামলার ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, আটক ২ 

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

পূর্ব শত্রুতার জেরে নেত্রকোনার মদনে প্রতিপক্ষের লোকজন হাবিবুর নামের এক শ্রমিক নেতাকে কুপিয়ে জখম করেছে। আজ বুধবার সন্ধ্যায় পৌর সদরে মদন-কেন্দুয়া সড়কের সিএনজি স্ট্যান্ডে অতর্কিত এ হামলা চালানো হয়। এ সময় হাবিবুরের ভাতিজা মোকাররমও গুরুতর আহত হন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ দিকে হামলায় জড়িত থাকায় সোহেল মিয়া (৩৫) ও মোহাম্মদ (২৭) নামের দুজনকে আটক করেছে পুলিশ। সোহেল ও মোহাম্মদ চানগাও গ্রামের মৃত জানু মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, মদন উপজেলা শাখার অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নে সভাপতি হাবিবুর রহমানের সঙ্গে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন বাঙালির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুপক্ষের মধ্যে হত্যা মামলাসহ প্রায় এক ডজনের বেশি মামলা চলমান রয়েছে। ৪ / ৫ দিন আগে তুচ্ছ ঘটনা নিয়ে লিটন বাঙালির ছেলে সোহাগের সঙ্গে হাবিবুরের ভাতিজা মোকাররমের তর্কবিতর্ক হয়। এরই জের ধরে আজ বুধবার সন্ধ্যায় লিটন বাঙালির লোকজন হাবিবুর ও তাঁর ভাতিজার ওপর অতর্কিত হামলা করে। 

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, আহত হাবিবুর ও মোকাররমের অবস্থা আশঙ্কাজনক থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সোহেল ও মোহাম্মদ নামের দুজনকে আটক করা হয়েছে। 

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে