হোম > সারা দেশ > নেত্রকোণা

মদনে শ্রমিক নেতার হামলার ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, আটক ২ 

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

পূর্ব শত্রুতার জেরে নেত্রকোনার মদনে প্রতিপক্ষের লোকজন হাবিবুর নামের এক শ্রমিক নেতাকে কুপিয়ে জখম করেছে। আজ বুধবার সন্ধ্যায় পৌর সদরে মদন-কেন্দুয়া সড়কের সিএনজি স্ট্যান্ডে অতর্কিত এ হামলা চালানো হয়। এ সময় হাবিবুরের ভাতিজা মোকাররমও গুরুতর আহত হন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ দিকে হামলায় জড়িত থাকায় সোহেল মিয়া (৩৫) ও মোহাম্মদ (২৭) নামের দুজনকে আটক করেছে পুলিশ। সোহেল ও মোহাম্মদ চানগাও গ্রামের মৃত জানু মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, মদন উপজেলা শাখার অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নে সভাপতি হাবিবুর রহমানের সঙ্গে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন বাঙালির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দুপক্ষের মধ্যে হত্যা মামলাসহ প্রায় এক ডজনের বেশি মামলা চলমান রয়েছে। ৪ / ৫ দিন আগে তুচ্ছ ঘটনা নিয়ে লিটন বাঙালির ছেলে সোহাগের সঙ্গে হাবিবুরের ভাতিজা মোকাররমের তর্কবিতর্ক হয়। এরই জের ধরে আজ বুধবার সন্ধ্যায় লিটন বাঙালির লোকজন হাবিবুর ও তাঁর ভাতিজার ওপর অতর্কিত হামলা করে। 

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, আহত হাবিবুর ও মোকাররমের অবস্থা আশঙ্কাজনক থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সোহেল ও মোহাম্মদ নামের দুজনকে আটক করা হয়েছে। 

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

ময়মনসিংহে নিহত দিপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন