হোম > সারা দেশ > ময়মনসিংহ

সাম্প্রদায়িকতার স্থান বাকৃবিতে হবে না: উপাচার্য

বাকৃবি প্রতিনিধি

সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার স্থান বাকৃবিতে হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে বাকৃবির ২০২০-২১ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

এ সময় উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান আরও বলেন, ‘বাকৃবি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় শিক্ষার্থীদের অধিকার অধিকতর বেশি নিশ্চিত করছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাদক ও র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে সবাই অঙ্গীকারবদ্ধ। তা ছাড়া কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদাদানের মাধ্যমে বঙ্গবন্ধু কৃষিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশের কৃষির উন্নয়নে বাকৃবি অসামান্য অবদান রেখে যাচ্ছে।’

 সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নুরুল হায়দার রাসেল, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন ও রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলামসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা। মতবিনিময় সভায় শিক্ষার্থীরা তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলো নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা