হোম > সারা দেশ > ময়মনসিংহ

সাম্প্রদায়িকতার স্থান বাকৃবিতে হবে না: উপাচার্য

বাকৃবি প্রতিনিধি

সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার স্থান বাকৃবিতে হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে বাকৃবির ২০২০-২১ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

এ সময় উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান আরও বলেন, ‘বাকৃবি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় শিক্ষার্থীদের অধিকার অধিকতর বেশি নিশ্চিত করছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাদক ও র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে সবাই অঙ্গীকারবদ্ধ। তা ছাড়া কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদাদানের মাধ্যমে বঙ্গবন্ধু কৃষিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশের কৃষির উন্নয়নে বাকৃবি অসামান্য অবদান রেখে যাচ্ছে।’

 সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নুরুল হায়দার রাসেল, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন ও রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলামসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা। মতবিনিময় সভায় শিক্ষার্থীরা তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলো নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা