হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় ক্যার্ভাড ভ্যানের চাপায় নানি-নাতির মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় কাভার্ড ভ্যানের চাপায় নানি ও নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তখন রাস্তায় পড়ে থাকা মরদেহ এড়িয়ে যাওয়ার সময় অপর একটি যাত্রীবাহী বাস সেনাবাহিনীর একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি রাস্তার পাশে উল্টে গেলে ছয় সেনাসদস্য আহত হন।

আজ বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মেহরাবাড়ী নামক স্থানে ঘটনাটি ঘটেছে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন গফরগাঁও উপজেলার আঠারধানা গ্রামের আব্দুল হামিদ খানের স্ত্রী মুর্তজা খাতুন (৬০) ও তাঁর নাতি ওই গ্রামের সবুজ মিয়ার ছেলে জান্নাত (৩)। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহরাবাড়ী নামক স্থানে মুর্তজা খাতুন তাঁর নাতি জান্নাতকে সঙ্গে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে দুজনই ঘটনাস্থলে মারা যান। এ সময় পেছনে থেকে আসা একটি যাত্রীবাহী বাস মরদেহ এড়িয়ে দ্রুতবেগে অতিক্রম করার সময় সেনাবাহিনীর একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে গাড়িটি রাস্তার পাশে উল্টে গেলে ছয় সেনাসদস্য আহত হন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে দুই সেনাসদস্যের অবস্থা আশঙ্কাজনক। 

এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক মো. আলী হোসেন জানান, কাভার্ড ভ্যানের চাপায় দুজন নিহত হওয়ার পর পেছন থেকে আসা একটি বাস সেনাবাহিনীর একটি  পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি রাস্তার পাশে উল্টে যায় এবং ছয়জন সেনাসদস্য আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে ভালুকা, পরে ময়মনসিংহ সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা