হোম > সারা দেশ > জামালপুর

শেরপুরে ব্রিজের গাইড ওয়ালে ধস, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা

প্রতিনিধি, শেরপুর

শেরপুর শহরের কসবা ভাটিপাড়ায় বহু পুরোনো একটি ব্রিজের সংযোগ সড়কের গাইড ওয়াল ধসে হুমকির মুখে পড়েছে। এতে যেকোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তাই দ্রুত ব্রিজটি মেরামতের দাবি জানিয়েছেন তাঁরা। 

স্থানীয়রা জানান, শহরের ৬ নম্বর ওয়ার্ডের কসবা এলাকার ওই সড়কটি দিয়ে সদর উপজেলার কামারেরচর, ঝগড়ারচরসহ বিভিন্ন এলাকার পণ্যবাহী ট্রাক শেরীব্রিজ হয়ে বাইপাস রাস্তা হিসেবে এ সড়কটি ব্যবহার করে। সম্প্রতি অতিবর্ষণের কারণে ওই ব্রিজের সংযোগ সড়কের গাইড ওয়াল সরে যায়। এতে ঝুঁকির মুখে রয়েছে ব্রিজটি। বর্তমানে ব্রিজটির ওপর দিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করছে ট্রাক, মিনি ট্রাক, ইজিবাইক, মোটরসাইকেলসহ পণ্যবাহী বিভিন্ন গাড়ি। 

এ বিষয়ে মো. আনোয়ার হোসেন নামে একজন বলেন, শেরীপাড়া-কসবা রোডের এই ব্রিজটি অনেক পুরোনো। আনুমানিক ৬০-৬৫ বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। গত কয়েক দিনের ভারী বর্ষণের কারণে ব্রিজের নিচে মাটি সরে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্রিজটি এখন হুমকির মুখে রয়েছে। দ্রুত মেরামত করা না হলে যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। 

আশরাফ আলী নামে আরেক জন বলেন, এই সড়ক দিয়ে কসবা এলাকার বেশির ভাগ মানুষ শহরে যাতায়াত করে। রাস্তা ধসে গেলে চলাচলে খুব অসুবিধা হবে। 

এ ব্যাপারে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া লিটন বলেন, আমি গত রোববার ব্রিজটি পরিদর্শন করেছি। ব্রিজটি মেরামতের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা