হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

গাজীপুর প্রতিনিধি

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে নাড়ির টানে বাড়ি ছুটছেন মানুষ। গত কয়েক দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও এখন দৃশ্য ভিন্ন। আজ মঙ্গলবার থেকে সড়ক অনেকটাই ফাঁকা। এতে স্বস্তিতে রয়েছেন ঘরমুখী মানুষ। 

আজ থেকে ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে। এ ছাড়া গাজীপুরের ছোট-বড় ৫ সহস্রাধিক শিল্প কল-কারখানায় ছুটি শুরু হয়েছে। ফলে গেল রাত থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পায়। গভীর রাত পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের ধীর গতি আবার কোথাও থেমে থেমে যানজট ছিল। তবে আজ ভোরে খানিকটা চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে কমতে থাকে। দুপুর পর্যন্ত কোথাও যানজট চোখে পড়েনি। 

এদিকে মহাসড়কে কোনো কোনো স্টেশনে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে যানবাহনের স্বল্পতার কারণে। এ জন্য যাত্রীরা ছোট ট্রাক, পশুবাহী ফিরতি ট্রাক ও মোটরসাইকেলে বাড়ি যাচ্ছেন। ভাড়া স্বাভাবিক সময়ের থেকে অনেক বেশি হলেও যাত্রীদের তেমন কোনো অভিযোগ নেই। 

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ময়মনসিংহগামী যাত্রী মিনারা বেগম বলেন, ‘সকালে বৃষ্টির কারণে রওনা দিতে দেরি হয়েছে। চৌরাস্তা এসে অনেক মানুষের ভিড়ে পড়েছি। ভাড়াও একটু বেশি চাচ্ছে।’ 

জামালপুরের যাত্রী আনোয়ার হোসেন বলেন, ‘সকালে যাত্রীর চাপ বেশি ছিল। তাই আমি দুপুরে রওনা দিয়েছি। কিছুক্ষণ আগে আসছি। মনে হয় সড়কে কোনো ঝামেলা নেই। গাড়ি খুব তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে।’ 

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন বলেন, একসঙ্গে সব কারখানা ছুটি হওয়ায় ভোর থেকে যাত্রীদের চাপ থাকলেও দুপুরের পর কমে গেছে। সকাল থেকে বৃষ্টির কারণে যাত্রীদের একটু অসুবিধা হচ্ছে, তবে সড়কে যানজট নেই। 

আলমগীর হোসেন বলেন, ‘ঘুরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫০০ সদস্য নিরলসভাবে কাজ করছি। আশা করছি এবারের ঈদযাত্রায় ভোগান্তি হবে না।’

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা