হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহ ভালুকা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন হয়েছে। গত মঙ্গলবার (১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ছোট ভাইয়ের নাম আফাজ উদ্দিন (৩৫) এবং উপজেলার চান্দাব গ্রামের আব্দুল আজিজের ছেলে।

ভালুকা মডেল থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব গ্রামের আব্দুল আজিজের দুই ছেলে রমিজ উদ্দিন (৫০) ও আফাজ উদ্দিন (৩৫) এর মাঝে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। নিহতের পিতা আব্দুল আজিজ বাড়ি ভিটা থেকে গাছ বিক্রি করেন। ঘটনার সময় আফাজ উদ্দিন সেই গাছের লাকড়ি আনার জন্য গেলে, পেছন থেকে বড় ভাই রমিজ উদ্দিন তাঁর দুই পায়ে বড় দা দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক) নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তিনি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে মামলা রুজু করা হয়েছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে