হোম > সারা দেশ > নেত্রকোণা

নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল আউয়ালকে (৫৫) নাশকতা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে আব্দুল আউয়ালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে, গতকাল সোমবার রাতে জেলা শহর থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি অ্যান্ড মিডিয়া) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

আব্দুল আউয়াল জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব। তাঁর বিরুদ্ধে খুন, মাদক, অস্ত্র, নাশকতা, সীমান্তে চোরাচালানসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

২০২২ সালে কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা হত্যার ঘটনা ঘটে। এ মামলার প্রধান আসামি আব্দুল আউয়াল। 

জেলা পুলিশের মুখপাত্র বলেন, নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় আব্দুল আউয়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা, মাদক, চোরাচালানসহ অনেক মামলা রয়েছে। এর মধ্যে কোনোটিতে হয়তো তিনি জামিনে আছেন, আবার কোনোটিতে পলাতক। যাচাই বাঁচাই করে যেসব মামলায় তিনি পলাতক ছিলেন সেগুলোতে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে।

ময়মনসিংহে নিহত দিপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন