হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিবেদক

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৭টার দিকে উপজেলার রায়মনি এলাকায় আকিজ ইকোনমিক জোনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন নেত্রকোনা জেলার আটপাড়ার রয়েল কাজী (৩৫), চাঁদপুরের শাহাবাগ কান্দি গ্রামের আসিফ (৩০)। 

ত্রিশাল থানার পরির্দশক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ত্রিশাল থেকে ঢাকামুখী একটি মোটরসাইকেল (নেত্রকোনা-হ ১২-৮৫৫০) আকিজ ইকোনমিক জোনের সামনে আসা মাত্র আকিজ কোম্পানির একটি দ্রুতগামী কংক্রিট মিক্সচার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

পরে অ্যাম্বুলেন্সে করে দুই মোটরসাইকেল আরোহীকে উপজেলা হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 

প্রত্যক্ষদর্শী মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকাগামী মোটরসাইকেলটিকে কংক্রিট মিক্সচার ট্রাক ধাক্কা দিলে তা সামনের আরেকটি গাড়ি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।’ 

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আকিজ কোম্পানির অ্যাম্বুলেন্সে করে দুই মোটরসাইকেল আরোহীকে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীকে নিয়ে আসলে উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। গাড়ির চালক পলাতক রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা