হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় কয়েলের আগুনে ঘুমন্ত ২ শিশুসহ গৃহবধূ দগ্ধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় কয়েলের আগুনে ঘুমন্ত দুই শিশুসহ মনি আক্তার (৩০) নামের এক গৃহবধূ দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তোতা খাঁর ভিটায় এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানিয়েছে, ভালুকা খাদ্যগুদামের নিরাপত্তা প্রহরী রবিন মিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তোতা খাঁর ভিটায় আবুল ফজলের বাসা ভাড়া নিয়ে স্ত্রী মনি আক্তার, শিশু জাফরা (৬) ও মায়ানকে (৮ মাস) নিয়ে বসবাস করছেন। গতকাল শনিবার রাতে ঘরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন তাঁরা। এ সময় রবিন মিয়া বাসায় ছিলেন না। আজ রোববার ভোরে ঘর থেকে চিৎকার শুনে আগুন দেখে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনে অফিসার আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। অগ্নিদগ্ধ দুই শিশুসহ গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে ঘরের প্রায় সব আসবাব পুড়ে গেছে।’

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র