হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি, ভেঙে গেছে পাবলিক হলের ছাউনি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

কালবৈশাখী ঝড়ে ময়মনসিংহের গৌরীপুর পাবলিক হলের ছাদ ভেঙে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওপর দিয়ে বয়ে গেছে ঝড় ও শিলাবৃষ্টি। এতে বিভিন্ন এলাকায় অনেক গাছপালা ভেঙে গেছে ও শিলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

আজ বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, গৌরীপুর উপজেলা পরিষদের পাবলিক হলের ছাউনির ওপর গাছের একটি ডাল ভেঙে পড়ে পুরো ছাউনিটি ভেঙে গেছে। ভেতরে থাকা আসবাবপত্র গুঁড়িয়ে গেছে। এ ছাড়া উপজেলা পরিষদ ভবনের পাশে থাকা পেনশনধারীদের বিশ্রামাগারের ওপর অন্য একটি গাছের ডাল ভেঙে পড়ে আছে।

মাওহা ইউনিয়নের আশরাফুল আলম, সাইফুল ইসলাম ও জসিম মিয়া জানান, তাদের জমির পাকা ধান শিলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছের ডাল ভেঙে অনেক ফসলি জমি নষ্ট হয়ে গেছে।

গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লিপি আজকের পত্রিকাকে জানান, শিলাবৃষ্টি ও গাছের ডাল ভেঙে পাকা ধানের অনেক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন আজকের পত্রিকাকে বলেন, ‘পাবলিক হলটি ব্যবহারের অনুপযোগী ছিল। গত রাতের ঝড়ে গাছের ডাল পড়ে ছাউনিটি ভেঙে গেছে। মেরামতের জন্য ইতিপূর্বেই চাহিদা পাঠানো হয়েছে।’

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার