হোম > সারা দেশ > ময়মনসিংহ

বাবা-মায়ের পাশ থেকে শিশুর প্রাণ নিল বেপরোয়া ট্রাক

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে সেতুর ওপর বাবা-মায়ের সঙ্গে থাকাকালীন ৫ বছরের এক শিশু ডাম্প ট্রাকের চাপায় নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার পাঁচবাগ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের খুরশিদমহল সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ধাওয়া করে ট্রাকটি আটক করলেও এর চালক ও সহকারী পালিয়ে যা। 

নিহত শিশুটির নাম অন্তর (৫)। সে কিশোরগঞ্জের তাড়াইল এলাকার কৌটা ভাওয়াল গ্রামের নাইম মিয়ার মেয়ে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, নাইম মিয়া সোমবার সপরিবারে সিএনজিচালিত অটোরিকশায় নিজ কর্মস্থল শ্রীপুরের মাওনায় ফিরছিলেন। সন্ধ্যা ৬টার দিকে গফরগাঁওয়ের পাঁচবাগ ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের খুরশিদমহল সেতুর প্রান্তে হঠাৎ অটোরিকশাটি বিকল হয়ে যায়। পরে বিকল্প পরিবহনের জন্য নাইম তাঁর স্ত্রী-সন্তান নিয়ে সেতুর ওপর সড়কের পাশে অপেক্ষা করতে থাকেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ডাম্প ট্রাক ব্রিজের ওপর ওঠে। ট্রাকটি বেপরোয়া চলার সময় বাবা-মা সরে যেতে পারলেও শিশু অন্তরকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই সে মারা যায়। পরে এলাকাবাসী ধাওয়া করে ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যান। দুর্ঘটনার খবর পেয়ে হোসেনপুর ও পাগলা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। 

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য রাশেদুল বলেন, বেপরোয়া গতির ডাম্প ট্রাকের কারণে সেতু এলাকায় প্রায়ই হতাহতের ঘটনা ঘটছে। দুর্ঘটনা প্রতিরোধে সেতু এলাকায় ট্রাফিক পুলিশের দাবি জানান তিনি। 

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে ডাম্প ট্রাকটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন চিকিৎসক ধনদেব

উদ্ভট এক উটের পিঠে চলছে স্বাস্থ্যসেবা: ডিজির সঙ্গে তর্কের পর অব্যাহতি পাওয়া চিকিৎসক

বাবার জানাজায় এসে ছেলের মৃত্যু, একসঙ্গে দাফন

তর্কে জড়ানো চিকিৎসককে বরখাস্তের নির্দেশ ডিজির

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষকনেতার

ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, উপসহকারী প্রকৌশলীকে বদলি

জামালপুর-২: বিএনপির দলীয় প্রার্থীর পাশে নেই মনোনয়নবঞ্চিতরা

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির দ্বন্দ্বে সুবিধায় জামায়াত

বাকৃবিতে শুরু দুই দিনব্যাপী বিএসপিএসটির জাতীয় সম্মেলন

উন্নয়ন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান