হোম > সারা দেশ > নেত্রকোণা

ধর্ষকদের ফাঁসির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

মাগুরাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ হয়েছে।

আজ রোববার ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সকালে শহরের মোক্তারপাড়া এলাকায় পুরোনো কালেক্টরেট মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এটি প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, নারী নেত্রী কোহিনুর বেগম, নারী প্রগতির মৃণাল চক্রবর্তী, বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজের (বারসিক) নেত্রকোনা আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমানসহ অন্যরা।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাগুরায় ধর্ষকের হাত থেকে একটি শিশু রক্ষা পায়নি। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। নারী, শিশুরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে। এভাবে চলতে পারে না। অবিলম্বে ধর্ষণ বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়াসহ ধর্ষকদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

কর্মসূচিতে নানা সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ