হোম > সারা দেশ > ময়মনসিংহ

সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু, আহত শিশুর কান্না যেন থামছে না, স্বজনদের খুঁজছে পুলিশ

ময়মনসিংহ প্রতিনিধি

মধ্যরাতে সড়ক দুর্ঘটনার শিকার এক মা ও তাঁর এক বছর বয়সী শিশুসন্তান। সঙ্গে কেউ না থাকায় ৯৯৯-এ কল পেয়ে পুলিশ আহত শিশু ও তার মাকে উদ্ধার করে প্রথমে ভালুকা স্বাস্থ্যকেন্দ্রে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আজ শনিবার এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সবাই আহত শিশুর স্বজনদের খুঁজে পেতে ফেসবুকে পোস্ট দেন। 

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার মধ্যে ভালুকা স্কয়ার মাস্টার বাড়ি এলাকায়। তবে, কীভাবে সড়ক দুর্ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। 

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই মা মারা যান। মাথায় আঘাতপ্রাপ্ত শিশুসন্তানের কান্নায় হাসপাতালের পরিবেশ যেন ভারী হয়ে উঠেছে। অপরদিকে দুই দিন ধরে স্বজনদের খুঁজছে পুলিশ। 

ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার মধ্যে ভালুকা স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় ওই শিশু ও তার মা সড়ক দুর্ঘটনার শিকার হন। 

৯৯৯-এ কল পেয়ে পুলিশ ওই শিশু ও তার মাকে আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সঙ্গে সঙ্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে সরকারি অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুনেছি, ওই শিশুর মা মারা গেছেন।’ তবে, এখনো তার পরিচয় মেলেনি বলেও জানান তিনি। 

হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্য তারিকুল ইসলাম ওই শিশু ও তার মাকে হাসপাতালে ভর্তি করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে সরকারি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসে তাদের। তবে, সঙ্গে কেউ না থাকায় আমি ওই শিশুটিকে ২৬ নম্বর ওয়ার্ডে ও শিশুর মাকে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করি। 

শুক্রবার রাত ৮টার দিকে আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী মারা যান। তবে, শিশুটি এখনো হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে। ওই নারীর পরিচয় এখনো মেলেনি। মরদেহ লাশঘরে রাখা হয়েছে।’ 

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ফারজানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘বাচ্চাটিকে ওয়ার্ডের অন্য রোগীর স্বজনরা দেখভাল করছেন। শিশুটি অনেক কান্না করছে, দ্রুত স্বজনদের পাওয়া গেলে বাচ্চাটির জন্য মঙ্গল হয়।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে