হোম > সারা দেশ > ময়মনসিংহ

সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু, আহত শিশুর কান্না যেন থামছে না, স্বজনদের খুঁজছে পুলিশ

ময়মনসিংহ প্রতিনিধি

মধ্যরাতে সড়ক দুর্ঘটনার শিকার এক মা ও তাঁর এক বছর বয়সী শিশুসন্তান। সঙ্গে কেউ না থাকায় ৯৯৯-এ কল পেয়ে পুলিশ আহত শিশু ও তার মাকে উদ্ধার করে প্রথমে ভালুকা স্বাস্থ্যকেন্দ্রে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আজ শনিবার এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সবাই আহত শিশুর স্বজনদের খুঁজে পেতে ফেসবুকে পোস্ট দেন। 

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার মধ্যে ভালুকা স্কয়ার মাস্টার বাড়ি এলাকায়। তবে, কীভাবে সড়ক দুর্ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। 

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই মা মারা যান। মাথায় আঘাতপ্রাপ্ত শিশুসন্তানের কান্নায় হাসপাতালের পরিবেশ যেন ভারী হয়ে উঠেছে। অপরদিকে দুই দিন ধরে স্বজনদের খুঁজছে পুলিশ। 

ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার মধ্যে ভালুকা স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় ওই শিশু ও তার মা সড়ক দুর্ঘটনার শিকার হন। 

৯৯৯-এ কল পেয়ে পুলিশ ওই শিশু ও তার মাকে আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সঙ্গে সঙ্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে সরকারি অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুনেছি, ওই শিশুর মা মারা গেছেন।’ তবে, এখনো তার পরিচয় মেলেনি বলেও জানান তিনি। 

হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্য তারিকুল ইসলাম ওই শিশু ও তার মাকে হাসপাতালে ভর্তি করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে সরকারি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসে তাদের। তবে, সঙ্গে কেউ না থাকায় আমি ওই শিশুটিকে ২৬ নম্বর ওয়ার্ডে ও শিশুর মাকে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করি। 

শুক্রবার রাত ৮টার দিকে আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী মারা যান। তবে, শিশুটি এখনো হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে। ওই নারীর পরিচয় এখনো মেলেনি। মরদেহ লাশঘরে রাখা হয়েছে।’ 

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ফারজানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘বাচ্চাটিকে ওয়ার্ডের অন্য রোগীর স্বজনরা দেখভাল করছেন। শিশুটি অনেক কান্না করছে, দ্রুত স্বজনদের পাওয়া গেলে বাচ্চাটির জন্য মঙ্গল হয়।’

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক

পদোন্নতির ডাক পেলেন শেখ হাসিনার সাজা প্রত্যাখ্যান করা শিক্ষক মাসুদ রানা

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন চিকিৎসক ধনদেব

উদ্ভট এক উটের পিঠে চলছে স্বাস্থ্যসেবা: ডিজির সঙ্গে তর্কের পর অব্যাহতি পাওয়া চিকিৎসক