হোম > সারা দেশ > নেত্রকোণা

বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ, প্রবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি

বিয়ের প্রলোভন দেখিয়ে নেত্রকোনার কলমাকান্দায় প্রবাসী যুবকের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার কলমাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। এর আগে ওই প্রবাসী যুবকের বাড়ি থেকে কলেজছাত্রীকে উদ্ধার করে পুলিশ। 

অভিযুক্ত মাহবুব আলম উপজেলার খারনৈ ইউনিয়নের আড়ালিয়া গৌরীপুর গ্রামের মৃত আ. হেলিমের ছেলে। তিনি ১৪ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে চাকরি করেন। 

অভিযোগে সূত্রে জানা গেছে, ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাত থেকে মাহবুব আলম (৩২) ছয় মাসের ছুটিতে দেশে আসেন। তখন এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলাম আমি। বাড়ি থেকে কলেজে আসা–যাওয়ার পথে দেখা হতো, নিয়মিত কথা হতো। একপর্যায়ে মাহবুবের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে একাধিকবার দৈহিক মেলামেশা করে। পরে ছুটি শেষে সংযুক্ত আরব আমিরাত চলে যায় মাহবুব। 

এরপর মোবাইল ফোনে দুজনের নিয়মিত কথা চলতো। চলতি বছরের ৫ জুন আবার দেশে আসেন মাহবুব। গত শনিবার (১০ জুন) সকালে মাহবুব বিয়ের কথা বলে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে আনে। সারা দিন মাহবুব বিভিন্ন জায়গায় ঘুরে কেনাকাটা করে। ওই দিনও নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে মাহবুব। 

সন্ধ্যার দিকে মাহবুব বাড়িতে চলে যেতে বলে। কিন্তু কিছু দূর গিয়ে তার মোবাইল ফোন বন্ধ পেয়ে আমার সন্দেহ হয়। পরে আমি বাড়িতে না গিয়ে মাহবুবের বাসায় যাই। সেখানে গিয়ে দেখি মাহবুব বাসায় নেই। এ সময় তার মা ও বড় ভাইয়ের স্ত্রী হেনা আক্তার আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। তাতে রাজি না হলে মোবাইল ফোন কেড়ে নিয়ে তারা আমাকে ঘরের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন। 

পরের দিন সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে হেনা আক্তার আমাকে মারধর করেন। পরে হেনা আক্তার মাহবুবের মাকে নিয়ে মূল গেটে তালা লাগিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে। 

কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সায়েদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে ওই কলেজছাত্রী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

থানায় অভিযোগের পর অভিযুক্ত মাহবুব আলম ও পরিবারের লোকজন বাড়ি ছেড়ে চলে যাওয়ায় এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার