হোম > সারা দেশ > ময়মনসিংহ

দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় বড় ভাই খুন, আহত ছোট ভাই

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে প্রতিপক্ষের হামলায় মাসরুল মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁরই ছোট ভাই মাসুম মিয়া (১৭)। 

বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার চন্ডিগড় ইউনিয়নের একতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত যুবক মাসরুল মিয়া ও আহত মাসুম মিয়া উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য চাঁন মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার একতা বাজারে প্রতিপক্ষের হামলার শিকার হন দুই ভাই মাসরুল মিয়া ও মাসুম। ধারালো অস্ত্রের আঘাতে তাঁরা আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসরুলকে মৃত ঘোষণা করেন। অপরজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

মাসরুলের বাবা চাঁন মিয়া বলেন, ‘আমার ছেলেকে মেরেছে ফিরোজের ছেলে রায়হান ও নাঈম। তাঁরা আমার প্রতিবেশী। দীর্ঘদিন আগে তাঁদের চাচার সঙ্গে মারামারি হয়েছিল, এরপর তা মীমাংসাও হয়েছিল। আজকে কোনো কিছু হয়েছে বলে শুনিনি। আমি হঠাৎ খবর পাই, আমার দুই ছেলেদের মেরেছে। আমি আমার ছেলের খুনের বিচার চাই।’ 

এ বিষয়ে দুর্গাপুর সার্কেলের এএসপি মো. আক্কাস আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সঙ্গে জড়িতের আটকের চেষ্টা চলছে।

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা