প্রতিনিধি
নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইলে এক অজ্ঞাত (৩৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের পাশে নান্দাইল চণ্ডীপাশা বারুইগ্রাম এলাকায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়রা খবর দিলে নান্দাইল হাইওয়ে থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নান্দাইল হাইওয়ে থানার ওসি মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়কের বাইরুগ্রাম এলাকায় একটি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করি। তবে ধারণা করা হচ্ছে কোনো যানবাহনের আঘাতে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।