নান্দাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কুরাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, কুরাটি গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে হাবিবা (৯) এবং তারা মিয়ার মেয়ে তানিয়া (৮)।
জানা যায়, দুপুরের দিকে বৃষ্টি নামলে পুকুরের পানিতে তানিয়া, হাবিবা, সুমাইয়া গোসল করতে যায়। পরিবারের লোকজন শিশুদের খুঁজতে থাকে। পরে পুকুরে সুমাইয়া (১২) নামের এক প্রতিবন্ধী শিশুকে আহত অবস্থায় উদ্ধার করতে গিয়ে পানির নিচ থেকে হাবিবা ও তানিয়াকে উদ্ধার করা হয়। পরে তিন শিশুকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুল কাদির ঘটনা নিশ্চিত করে জানান, শিশু দুটি পুকুরে নেমে খেলা করছিল। পরে তাদের মৃত অবস্থায় নান্দাইল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।