হোম > সারা দেশ > জামালপুর

মেলান্দহে বিলে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে রৌমারি বিলে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী শফিকুল ইসলামের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টা দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রৌমারী বিলে থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মৃত শফিকুল শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সাতানী এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি ওই উপজেলার ডা. সেকান্দার আলী কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার শেরপুরে শ্রীবরদী উপজেলা থেকে পাঁচ বন্ধু-বান্ধবী মিলে রৌমারী বিলে ঘুরতে আসেন। বিলের রাস্তার কালভার্টের ওপর পাঁচ বন্ধু মিলে বসে থাকেন। এ সময় তিন বন্ধু গোসল করতে নামেন। গোসল করার একপর্যায়ে কালভার্টের ওপর থেকে লাফ দেন শফিকুল। এ সময় পানির স্রোতে বিলের মধ্যে চলে যান। পরে স্থানীয়রা দুজনকে জীবিত উদ্ধার করলেও শফিকুল ডুবে যান। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হয়েছিল। বিল থেকে মরদেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে পুলিশে রয়েছে। মৃতের পরিবারের অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার