হোম > সারা দেশ > নেত্রকোণা

আটপাড়ায় মগড়া নদীতে ভাঙন, ধসের ঝুঁকিতে উপস্বাস্থ্য কেন্দ্র

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি

পাহাড়ি ঢল ও মুষলধারে বৃষ্টির পানিতে নেত্রকোনা আটপাড়ার মগড়া নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। এতে ধসের ঝুঁকিতে রয়েছে নাজিরগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রটি। স্থানীয়দের দাবি দ্রুত ভাঙন রোধে কাজ করার।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সুখারী ইউনিয়নের নাজিরগঞ্জ বাজারের পাশে উপস্বাস্থ্য কেন্দ্রটিতে শত শত মানুষ চিকিৎসা নেন। দুই তলা ভবনের ১০ শয্যার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এটি। মগড়া নদী তীরে ভাঙন দেখা দেওয়ায় নাজিরগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রটি ধসের ঝুঁকিতে আছে।

স্থানীয়দের বলেন, যেকোনো মুহূর্তে ধসে যেতে পারে উপস্বাস্থ্য কেন্দ্রটি। এতে প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন স্থানীয়রা।

নাজিরগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট মাসুদ রানা বলেন, উপজেলার সুখারী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের শত শত মানুষ প্রাথমিক চিকিৎসা নিয়ে থাকেন এখানে। সম্প্রতি মগড়া নদীর ভাঙন শুরু হয়েছে। হুমকিতে রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্রটি। যেকোনো মুহূর্তে ধসে যেতে পারে।

তিনি আরও বলেন, ‘যদি উপস্বাস্থ্য কেন্দ্রটি ধসে যায়, তাহলে এই ভাটি অঞ্চলের মানুষের দুর্ভোগের শিকার হতে হবে। এ নিয়ে আটপাড়া উপজেলার ইউএনও স্যারকে অবহিত করেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদুল হাসান বলেন, ‘নাজিরগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট মাসুদ রানা আমাকে বিষয়টি জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি।

ইউএনও আরও বলেন, ‘জেনেছি জেলা প্রশাসক স্যারকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অবগত করেছেন, অল্প দিনের মধ্যেই উপস্বাস্থ্য কেন্দ্রের পাশেই মগড়া নদীর ভাঙন রক্ষার কাজ শুরু করবেন।’

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র