হোম > সারা দেশ > ময়মনসিংহ

বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচন ৩০ জানুয়ারি, আওয়ামীপন্থী শিক্ষকদের ২ প্যানেল

বাকৃবি প্রতিনিধি

শিক্ষক সমিতির নির্বাচন হবে ৩০ জানুয়ারি। এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের দুটি এবং বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালি দলের একটি প্যানেল অংশ নিচ্ছে। ওই দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্স ভবনে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

বাকৃবি শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এসব তথ্য জানিয়েছেন।

গণতান্ত্রিক শিক্ষক ফোরামের একটি গ্রুপ থেকে শিক্ষক সমিতির সভাপতি পদপ্রার্থী কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী সার্জারি ও অবস্টেট্রিকস বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল আলম। গণতান্ত্রিক শিক্ষক ফোরামের আরেকটি গ্রুপ থেকে সভাপতি পদপ্রার্থী প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. রমিজ উদ্দিন। সোনালি দল থেকে সভাপতি পদপ্রার্থী ফিশারিজ বায়োলজি ও জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, তিনটি দল থেকে ৪১ জন পদপ্রার্থী শিক্ষক সমিতির বিভিন্ন পদের জন্য প্রতিযোগিতা করছেন। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের প্রধান প্রিসাইডিং অফিসার হিসেবে থাকবেন শিক্ষক সমিতির বর্তমান সভাপতি পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আসলাম আলী। সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে থাকবেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল মজিদ।

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র