হোম > সারা দেশ > ময়মনসিংহ

স্ত্রী-সন্তান রেখে প্রেমিকাকে নিয়ে উধাও স্বামী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলের চণ্ডীপাশা দক্ষিণ বাঁশহাটি গ্রামের আব্দুল মালেকের সঙ্গে এগারো বছর আগে বিয়ে হয় মোছা. কামরুন্নাহারের। এই দম্পতির তিন সন্তান রয়েছে। তাঁদের সংসার ভালো চললেও হঠাৎ বিপত্তি বাধে যৌতুকের টাকা ও স্বামীর কথিত প্রেমিকা সালমা আক্তারকে নিয়ে।

কামরুন্নাহারের অভিযোগ, স্বামী মালেক তাঁর কাছে ৪ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা দিতে না পারায় মালেক তাঁকে এবং সন্তানদের রেখে কথিত প্রেমিকা সালমাকে নিয়ে পালিয়ে গেছেন।

এ ঘটনায় কামরুন্নাহার স্বামী আব্দুল মালেক (৩২) ও কথিত প্রেমিকা সালমা আক্তারের (৩৫) নামে নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সালমা আক্তার যশোর জেলার কেশবপুর থানার মজিদপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। সালমারও তিনটি সন্তান রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আট মাস আগে স্ত্রী কামরুন্নাহারের কাছে স্বামী মালেক ৪ লাখ টাকা যৌতুক দাবি করেন। স্ত্রী যৌতুকের টাকা দিতে অপারগতা জানান। এতে স্ত্রী কামরুন্নাহারের ওপর ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে মারধর করেন। একপর্যায়ে দা দিয়ে ধাওয়া করলে আশপাশের মানুষ এগিয়ে আসলে তিনি রক্ষা পান। পরে বাড়ি থেকে বের করে দিয়ে স্ত্রী-সন্তানের ভরণপোষণ বন্ধ করে দেন। সকল কর্মকাণ্ড কথিত প্রেমিকা সালমা আক্তারের প্ররোচনায় হয়েছে বলে অভিযোগ করেন কামরুন্নাহার। 

কামরুন্নাহার বলেন, ‘আমার তিন সন্তান রেখে বাড়ি থেকে উধাও হয়ে গেছে স্বামী। অভাব-অনটনে দিন পার করতেছি। কথিত প্রেমিকা সালমার কারণেই আমার সংসারে অশান্তি।’ 

অভিযোগের বিষয়ে জানতে মালেককে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি। 

নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাক আহাম্মেদ আজকের পত্রিকাকে বলেন, স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হয়েছে। 

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ